1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

হৃদয় আকাশে কষ্ট কারিমা খাঁন দুলারী খুলনা জেলা ফুলতলা। ৪/৭/২০২৫

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

হৃদয় আকাশে কষ্ট
কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।
৪/৭/২০২৫

এই পৃথিবীতে কষ্ট বেদনা,আপনের চেয়ে আপন।
ঘুমের ঘোরে যন্ত্রণা দেয়, দুঃসময়ের স্বপন।
ঐ যে হাতছানি দিয়ে ডাকে, কষ্ট মোরে বারেবার।
উঠে দেখি জীবন,পায়না দিশা আর।
অবিরাম ভাবনা গুলো,থাকে বিবেক লয়ে।
জীবনে সংগ্রাম করে, বাঁচে কষ্ট যন্ত্রণা সয়ে।

আমি নই নক্ষত্র, জ্বলবে কি জীবনে আলো।
তাই মেঘের আঁধারে, জীবন তলিয়ে গেলো।
এই কষ্ট বিশ্ব জুড়ে, সবার হৃদয় আকাশে প্রতিচ্ছবি।
জ্বলবে জীবনে আলো, উঠবে না উজ্জ্বল রবি।
কষ্ট স্মৃতি বিজড়িত, আর্তনাদ করে অন্তরে।
জীবনের নেই কোনো অবকাশ, কষ্ট কাঁদে ঘিরে।

নির্মম নিষ্ঠুর মর্ম পরিহাস, সৃষ্টি করে সব ঐ কষ্ট।
বাসা বেঁধে বুকের জমিনে, জীবন করে নষ্ট।
কতো ইতিহাস গড়ে কাহিনী করে, সংগোপনে।
কষ্টরা খুঁজে মরে অধীর হয়ে,মন পবনে।
স্মৃতির দুয়ারে আবেগ অনুভূতি কষ্ট করে আর্তনাদ।
অভিমান করে বলে, নেই তো বাঁচার স্বাদ।

কতো স্বপ্ন আশা করে, কষ্ট আসে হৃদয় ঘরে।
সীমাহীন দৃষ্টিভঙ্গিতে থাকে, হৃদয় আকাশ ঘিরে।
কষ্ট বলে ছেঁড়ে যাবো, যেদিন নিবে শেষ বিদায়।
আর্তনাদ বেদনা বিদুর,হবে আর ঐ হৃদয়।
কষ্ঠ বলে সেদিন আমি হয়ে যাবো পর।
আমি থাকবো কেউ থাকবে না,থাকবে শুধু কবর।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট