অপেক্ষার প্রহর।
রকিবুল ইসলাম।
০৫.০৭.২৫।
ছল ছল অপলক নয়নে,
দাড়িয়ে খোলা বাতায়নের পাশে,
দেখেছি তোমার প্রস্থান।
ভেবেছি আমি পুনশ্চ: আসবে,
ফাগুন হাওয়ায় মিশে
নিয়ে সহাস্য বদন।
মেঘের ভেলায় ভেসে,
দক্ষিণা সমীরণে বেয়ে,
অঙ্গে মেখে পুষ্পের সুবাস।
ভ্রমর’কে সহযাত্রী করে,
এসেছি তোমার সুবাস নিতে,
যদিও,হয়েছি ভগ্ন মনোরথ!
তথাপি,তুমি এলে না!
দীর্ঘ করে অপেক্ষার প্রহর।