মহরম মাস
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
আরবি ভাষায় হিজরি সন
মহরম তার প্রথম মাস,
মহরম মাস দশ তারিখের
ইতিহাসের বিশাল চাষ।
এই ধরণীর সৃষ্টির হদিস
ধ্বংস জানি হবে তার।
আদম হাওয়া সৃষ্টির জন্য
দুনিয়াতে আসা আর।
নুহ নবীর আমলের ভাই
প্লাবন শুরু হলো শেষ,
মুসা নবীর উম্মত উদ্ধার
ফেরাউন নাশ নীলে বেশ।
আইয়ুব নবী রেহাই পেলেন
সোলাইমানের পেল রাজ,
নবীর দীক্ষায় ভুলে জর্দান
দেশের উপর পড়ে বাজ।
মুহাম্মাদের স্নেহের হোসেন
কারবালাতে শহীদ হয়,
ফুরাত নদীর কূলে সীমার
কল্লা কাঁটে পাষাণ জয়।
অনেক রকম ইতিহাস তার
ফুরাবে না কভু ভাই,
আমরা সবে গোনাহ মাফের
দোয়া মাঙ্গি প্রভুর ঠাঁই।