শিরোনাম– ডাক্তার
কলমে–চিত্রা বন্দ্যোপাধ্যায়
তারিখ–১/৭/২৫। গরিব দরদী ছিলেন একজন
বলবো তাঁর কথা,
মিষ্টি কথায় মলম লাগিয়ে
গায়েব করতেন ব্যথা!
দুই টাকাতে রোগী দেখতেন
সকাল-দুপুর-রাতি,
পরিবার ভুলে মানব সেবায়
রইতেন আনন্দে মাতি।
এপ্রোন পরে গলায় টেথিস্কোপ
সর্বদা হাসি মুখ,
তাঁর স্পর্শের জাদুকাঠির ছোঁয়ায়
ব্যাধি নিরাময়ে সুখ।
দিনরাত্রি অক্লান্ত পরিশ্রম করে
সঁপে দিয়েছেন মন,
তাদেরকে সম্মান পারি না কি দিতে
হৃদয়ে রেখে সর্বক্ষণ।
পুনর্জনম পাওয়া এক ছোট্ট শিশু
তুলতুলে হাত দিয়ে,
ফুলের তোড়া উপহার দেয়
ডাক্তারের কাছে গিয়ে।
কাকু আমি ভালো আছি
ভাগ্যিস তুমি ছিলে,
ক্লান্ত ডাক্তার আনন্দাশ্রু হয়ে
কোলে তুলে নিলে।
মনে মনে ডাক্তার ভাবেন,আহা–
পরজন্ম হয় যদি,
এমন নির্মল কুসুম কলিদের বাঁচিয়ে
আনন্দে ভরাবো হৃদি।