কবিতা – দাদু শখ
কলমে- কামাল উদ্দীন
তারিখ -০১/০৭/২০২৫
দাদুর দাঁত গেছে পরে,
তার শখ গেছে উড়ে।
ফোকলা মুখে দাদু,
হা হা করে হাসে।
আপেল কমলা ছেড়ে,
দাদু শুধুই আঙ্গুর চোষে।
শখের বসে দাঁত বানালো,
টংড়া খাবার আশে।
চোয়ালের সাথে চাপ লাগিয়ে,
দাঁত পড়ে তার খসে।
আগে ছিলাম ভালো ছিলাম,
দাদু বসে কাঁদে।
অনেক টাকায় দাঁতের পাটি,
হলো না খাওয়া হাড্ডিগুড্ডি।
এমন সময় দাদু বলে,
থাকিতে করো যতন।
ফুরে গিয়ে না,
আমার মত হতোভাগা –
তোমরা হইয়ো না।