সুখ তুমি কি!
রকিবুল ইসলাম।
০১.০৭.২৫।
সুখ! তুমি কি!
কেমন তোমার অবয়ব!
নাক,মুখ,কর্ণ,বর্ণ’ই বা কেমন!
কিসে তোমার দর্শন মিলে?
কিসের বিনিময়ে তোমার অধিকার মিলে?
কিসের অনটনে তুমি অধরা রও!
কিসের আতিশয্যতায় তুমি ধৃত হও?
জানতে যদি পারতাম গো কভু!
ছুটতাম না মিছে মায়া,মরিচীকা তোমার পিছু।
পরিণত হতাম আমি তোমারে পাওয়ার প্রয়াসে তবু।
যাপিত জীবনের অযাচিত ভাবনারা করে সব এলোমেলো।
তুমি যে নীল পরী! নীলাঞ্জনা! ছড়াও ধরায় নীলাভ আলো।
নীলা পাথর হয়ে কল্পলোকে যে লুকিয়ে রয়,
নি:স্ব-রিক্ত,ব্যর্থ আমি কেমনে তার নাগাল পাই!
স্বপ্ন দর্শনেই যার হর্ষ-আমোদ,
সুখ তার কেমনে থাকে অমোঘ।
দু:খের দিবার আগুনে ক্ষণের শেষে যে সুখ আসার ছিল,
এলো না আর সে,সুখের অন্বেষণেই জীবন গেল।
এখন আমার হৃদয় সাগরে অন্তহীন বেদনা রাশি,
প্রশ্ন নিয়ে মনে উঁকি দেয় অহর্নিশি-
“সুখ তুমি কি!?”