ও আমি ফুলতলার মিষ্টি মেয়ে
বেড়াই নেচে গান গেয়ে।
কেউ দেখতে চাইলে আমায়
এসো বৃক্ষের ঐ ছায়ে।
ও আমি ফুলতলার মিষ্টি মেয়ে
বেড়াই নেচে গান গেয়ে।
কেউ দেখতে চাইলে আমায়
এসো বৃক্ষের ঐ ছায়ে।
ঐ নদীর জলে ভাসাই তরী
আমি পড়ে লাল শাড়ি।
নায়ের মাঝি বাদাম তোলে
আমি বৈঠা হাতে ধরী
আলতা পড়া নুপুর পায়ে
মাঠে উড়াই ঘুড়ি লয়ে
ও আমি ফুলতলার মিষ্টি মেয়ে
বেড়াই নেচে গান গেয়ে।
কেউ দেখতে চাইলে আমায়
এসো বৃক্ষের ঐ ছায়ে।
পাখির মত বেড়াই উড়ে
এই মধুময় ভুবন ঘুরে।
গোধূলি ঐ লগ্ন যখন
আমি যাই ফিরে নীড়ে।
কি আবেগ অনুভূতি জাগে
আমার অবুঝ এ হৃদয়ে।
ও আমি ফুলতলার মিষ্টি মেয়ে
বেড়াই নেচে গান গেয়ে।
কেউ দেখতে চাইলে আমায়
এসো বৃক্ষের ঐ ছায়ে।