যুদ্ধ নয় শুদ্ধ
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
যুদ্ধের খেলায় জীবন হারায়
কষ্টের পাহাড় ধ্বসে তাড়ায়
লোকের বিশাল হৃদয়,
আমরা চাইনা যুদ্ধের নিশান
যুদ্ধের আগুন ধ্বংস বিধান
হারানোর ভয় সদয়।
মুখর ক্ষণের উচ্ছ্বাস সুরের
বিনাশ হচ্ছে খারাপ দূরের
যুদ্ধের দাপট খুঁনে।
মেধার প্রমাণ কর্মের বাঁধায়
আধিপত্যের কথিত রাধায়
মেধার প্রমাণ গুণে।
আগুনের আঁচ পরশ বুলায়
দরগার পুকুর অগ্নির চুলায়
খারাপের মূল কারণ,
দেশের সহিত দেশের লড়াই
হারানোর সাধ বাঁধন ছড়াই
মহান যুদ্ধের বারণ।
যুদ্ধের খেলায় রুক্ষ তানের
শুদ্ধতা নাই জীবন গানের
আসন রক্ষার জন্য,
অভিজ্ঞতার পোশাক গায়ে
যুদ্ধের বিজয় নিশান বায়ে
জাতির জীবন বন্য।