জীবন পরিক্ষার ক্লাস,
কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।
হে মুমিন বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে,তোমরা অবিরাম অবিরত ছুটছো যে পথে ঐ পথ জীবনের রঙ লীলার, তোমাদের চোঁখে রঙিন চশমা পড়া পৃথিবীটা কে রঙ তামাশায় পরিণত করেছো,আমরা এসেছি ক্ষণিকের জন্য। যখন দ্বারে এসে ঘন্টা বাজাবে শেষ মনোবীণার সুর বাজবে, সেদিন বুঝবে এই পৃথিবীতে এসেছি সন্ধ্যার কিছু অংশ নইলে ভোরের কিছু অংশ সময় পার হয়েছে,আমরা মনে করি ছোট বয়সে আমাদের মৃত্যু স্পর্শ করবে না, কিন্তু ভুল ধারণা মৃত্যু কখনও বয়স দেখে আসে না কড়া নাড়তে, নবজাতকের ও কিন্তু মৃত্যু ঘটে যায়,আমরা যেমন ইস্কুল কলেজে পরিক্ষা দিয়ে ক্লাস বাই ক্লাসে উঠে যাই, পরিক্ষার ফলাফল প্রকাশ করে ফাস্ট সেকেন্ড, ঠিক তেমনি আমরা জীবনের চলা পথে ও পরিক্ষা দিয়ে যাই অবিরাম।যে ফেল করে সে তো একি ক্লাসে থেকে যায়। কখনও দেখা যায় মন উক্তি তাঁকে ক্লাসে রেখে দেয় যদি কি না আগামীতে সুন্দর রেজাল্ট করে, আমাদের জীবন ও কিন্তু ঠিক এমন ভাঙ্গা গড়ার খেলা, জীবনের সঙ্গে যুদ্ধ করে কেউ হেরে যায়,কেউ বা জিতে যায়। যাঁর মনুষ্যত্ব বোধ আছে যে আল্লাহর বিধান অনুযায়ী পথ চলে, আল্লাহ পাক একদিন না একদিন তাঁকে সঠিক পথ দেখায়।যে হাল ছেড়ে দিয়ে নিজের দোষে দোষী হয়ে খোদা কে দোষী করে, তাঁর ইহকাল ও পরকালে শান্তি ফিরে পায়না হতাশার অন্ধকারে ডুবে বিভোর হয়ে থাকে,আমরা ইচ্ছা করলে অগোছালো জীবন টাকে সুন্দর করে সাজাতে পারি। সুন্দর জীবন যাপন করতে পারি, নিজের ভুলের চোরাবালিতে ডুবে হয় সব ভুলের সমাহার। পিছনে তো কত কিছু ঘটে যায় ঐ গুলো ভেবে বসে থেকে অযাতা জীবন নষ্ট,এ জীবনে কষ্ঠরা বুকের পাটাতনে পাহাড়সম একাধিক ইতিহাস ও গল্প কাহিনী গড়ে, নিঃস্ব করে দেয় স্বাদের জীবন।আমরা সবাই জানি বুঝি কোনটা হালাল হারাম,হারামে কখনও কিন্তু আরাম হয় না, মরীচিকার পেছনে ছুটে মরতে হয়, যেদিকে তাকাবে ধুধু বালুচর। জীবনের সঙ্গে সংগ্রাম করে অবিরত বেঁচে থাকতে হয়, আসুন আমরা জীবনের কথা বলি সময়ের সুরে তাল মিলিয়ে পথ চলি জয়ের প্রদীপ জ্বেলে সুন্দর জীবন গড়ি।এই প্রত্যাশা নিয়ে চলি রঙ্গমঞ্চ অভিনয়ে জীবন আঁধারে ঢেকে যায়।