শিরোনাম :– মেঠো পথ
মোঃ শফিউল্লাহ মিয়া ভাই
তারিখ ২১/০৬/২০২৫
গ্রামের মায়ায় ভরা মেঠো পথ,
এই পথে নিত্য করি আসা-যাওয়া।
মায়ের মত মাতৃভূমিকে ভালবাসি,
এই তো আমাদের পরম পাওয়া।
মেঠো পথ ধুলাবালি দূর্বাঘাস কাদা,
তারি মাঝে রয়েছে মা মাটির ঘ্রাণ।
আলো বাতাস জল,ফল-ফলাদি ফসল,
আমাদের বাঁচিয়েছে রাখিয়াছে প্রাণ।
রাস্তার দু’পাশে সারিসারি বৃক্ষরাজি,
গাছপালা জানায় অভিনন্দন।
একে অপরকে জড়িয়ে আছে যেন,
যুগ যুগ ধরে মায়ায় মমতায় করে বন্ধন।
বিস্তীর্ণ ফসলের মাঠের পর মাঠ,
চারিদিকে অপরূপ সবুজ শ্যামল।
জন্মভূমি মাতৃভূমির ভালোবাসা,
গর্ভধারিণী মায়ের মত কমল।
নীল সাদা সবুজ বিশাল আকাশ,
মাথার উপর দিয়ে রেখেছে চাউনি।
প্রকৃতি ভালোবাসার পরশ বুলিয়ে,
আমাদের সবাইকে করেছে ঋণী।
আঁকাবাঁকা মেঠো পথ জলাশয়ে ফুটে শাপলা
শালুক অপরূপ দৃশ্য জুড়িয়ে যায় প্রাণ।
ফল ফুল দিঘির স্বচ্ছ জল নির্মল বায়ু দিয়ে
মাতৃ জননী বাঁচিয়াছে আমাদের প্রাণ।