কবিতা -অপরূপ শোভা
কলমে-চন্দন বৈদ্য
অক্ষরবৃত্ত (৮+৬)
প্রকৃতির মনোরম নৈসর্গিক শোভা
সূর্যের কিরণে ভোরে অপরূপ প্রভা
পূর্বাকাশে উদিত যে রবি মামা হেসে
অপরূপ সৌন্দর্যের দেখে ভালোবেসে।
ভোরবেলা পাখি দেখি সুখে গান গায়
কল কল রবে নদী ঢেউ খেলে ধায়।
মাঠাকুমা দ্রুত বেগে পুষ্পবাগে ছুটে
প্রজাপতি অলি গুলি ফুলে মধু লুটে।
রবির কিরণে সেথা ঝিকিমিকি করে
নৌকা মাঝি হর্ষে শুধু পল্লীগীতি ধরে।
গরু নিয়ে কৃষক যে যায় ত্বরা মাঠে
রামু রায় নৌকা বায় চলে যায় ঘাটে।
প্রাতঃকালে হাটুরিয়া হাটে চলে যায়
কৃষক লাঙ্গল নিয়ে মাঠ পানে ধায়।
আষাঢ় মাসের বর্ষা ক্ষণে ক্ষণে ঝরে
পরিমিত বর্ষা হলে ধানে গোলা ভরে।
জ্যৈষ্ঠ মাসে ফুলে ফলে সৌন্দর্য যে বাড়ে,
সুবাস ছড়িয়ে তাতে বিহঙ্গ আহারে।
ভেক ডাকে খুশি হয়ে খুব বর্ষা হলে
নদী নালা খাল বিল ভরে বৃষ্টি জলে।