1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

জীবন ইমরুল কায়েস লালটু । ২৫/৬/২০২৫

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

জীবন
ইমরুল কায়েস লালটু ।
২৫/৬/২০২৫

জীবনটা এখন টকশো আর
স্যাটেলাইটে হাতে হাতে বন্দি,
মধ্যবিত্ত, আর নিম্ন মধ্যবিত্তরা করে
প্রতিনিয়ত নুন ,চালের সাথে সন্ধি,।

অট্টলিকায় বসে অন লাইনে
খাবার আসে প্যাকেট বন্দি ওয়ান টাইমে, সেখান থেকে উৎবিষ্টুটা
কুকুর আর মানুষের হয় সঙ্গী।

পরিবার-পরিজন কি খাবে
ভাবছে যখন আন মনে মন,
দুষ্টু বন্ধুটা হাজির তখন
ইয়াবা হাতে স্তব্ধ নীরবতা সঙ্গী যখন
ভাবনা কিসের চল বন্ধু যাই
হাওয়ার দেশেতে পাখনা মেলায়।
জীবন নামের রেল গাড়িটা
পরিত্যক্ত বগিতে বন্দী হয় তখন।

ভাবনারা ডানা মেলে কতকিছু ,
মনেতে তখন উঁকিঝুকি মারে
আচ্ছা বন্ধু ইসরাইলেরা গাজাতে
যে হত্যা চালায়, নির্মমতা সেখানে চালায়, ইতিহাসরা উপহাস করে,
সর্বশ্রেষ্ঠ মানুষ একেই বলে,
একটা বোমার খরচ আফ্রিকায় দিলে, কাক অপেক্ষা করতো কি
শিশুটার মরার প্রহারগুনে,

মুসলমানদের সব দোষ ভাই
শান্তির নিশান ওরাই ওড়াই,
১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী
এখন দেখি সেটাই ঘটছে সর্বদাই
সেটা লিপিবদ্ধ আছে পবিত্র মহাগ্রন্থ
আল কুরআনে ভাই,

কোথাও দেখি জীব হত্যা মহাপাপ
তারাই দেখি মানুষ হত্যায় সবচেয়ে আগায়,
কেউ খাবে, কেউ খাবেনা
তা হবে না, তা হবে না।
ক্যাসিনো তো তারাই বানায়
যারা দেখি এ বুলি আওড়ায়।

ক্লিংটন, বুশ, ট্রাম
এক কোটি মুসলিমের নিলো প্রাণ
তাদের মুখেই শান্তির বুলি
প্রশান্ত মহাসাগরে হলো পদাবলী।

সকল মুসলিম ভাই ভাই
ইসলাম এ দীক্ষা দেয়,
মধ্যপ্রাচ্ছে তাই তো দেখি ভাই
কেউ কাউকে ছেঁড়ে না কথা কয়।
ইরান, তুরস্ক যুদ্ধে যান
পাকিস্তান বোমা নিয়ে তার
মার বাসর সাজান।

জেরুজালেম, আল -আকসা
মুসলমানদের জান,
সেখান থেকেই মিরাজে গিয়েছিলেন
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু সালাম,
এক আল্লাহ হে বিশ্বাসী মুসলমান
তবে কেন নিরবে বসে
৬৭ দেশের মুসলমান।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট