“কষ্টেরও আছে ভাষা”
সৈয়দ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা
2/4/2025
কখনো কি ভেবেছো—
বৃষ্টির ফোঁটাগুলো কেবল জল নয়,
তা হয়তো আকাশের দীর্ঘশ্বাস হয়ে নামে।
যেখানে শব্দ পৌঁছায় না,
সেখানে মেঘ কাঁদে—নীরব অভিমানে।
পাহাড় কী শুধু কঠিন?
তার বুক ফেটে ঝর্ণা গড়ায়—
কারণ সে বয়ে বেড়ায়
অগণিত অপ্রকাশিত বেদনার ইতিহাস।
সাগর কেন সব কিছু গিলে নেয়?
কারণ তার ঢেউগুলো আসলে
থেমে যাওয়া প্রতিটি প্রেমের
শেষ চিৎকারের প্রতিধ্বনি।
আগুন কেন জ্বলে?
জানে না কেউ—
কোন বুকের চাপা কান্না
লেলিহান শিখা হয়ে উঠে আসে।
জগতে কোনো ব্যথা নিঃশেষ হয় না,
শুধু রূপ পাল্টায়—
জল হয়ে ঝরে, আগুন হয়ে জ্বলে,
হাওয়া হয়ে হারিয়ে যায়—
কারও মনে, কারও গল্পে।
কষ্টেরও আছে ভাষা,
শুধু সবাই তা শুনতে পায় না।