সাহিত্য অঙ্গনে
কবিতা -কবি জীবনানন্দ
কলমে—চন্দন বৈদ্য
তারিখ–২৫/০৬/২৫
মাত্রাবৃত্ত ছন্দ ৬+৬/৬+২
প্রকৃতি প্রেমিক জীবনানন্দ
বাংলার শ্রেষ্ঠ কবি,
এঁকেছো কাব্যে প্রকৃতির শোভা
ফুটে অপরূপ ছবি।
সৃষ্টি তোমার অপরূপ জানি
হৃদয়ে গিয়াছো দোলা,
‘রূপসী বাংলা’ ‘বনলতা সেন’
যায় কি কখনো ভোলা!
বাঙালির মনে অমর তুমি যে
তব সৃষ্টির তরে,
তোমার কবিতা আছে প্রেম প্রীতি
মুগ্ধতার রেশ ভরে।
ফিরে এসো কবি প্রতীক্ষায় যে
ধানসিড়িটির কূলে।
ধবল বক যে উড়ে চলে যায়
মাঝিরা পালটি তুলে।
তোমাকে শ্রদ্ধা নিবেদন কবি
অন্তরে দিও স্থান,
তুমি যে মোদের প্রাণের কবি যে
সদা অন্তরে মান।