1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :– অকৃতজ্ঞ মো: সফি উল্লাহ মিয়া ভাই তারিখ ২৫/০৬/২০২৫

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

শিরোনাম :– অকৃতজ্ঞ
মো: সফি উল্লাহ মিয়া ভাই
তারিখ ২৫/০৬/২০২৫

উপকারীকে বাঘে খায়,
সকল গুণীজনে বলে।
উপকার করে যে জন,
তাকে মনে নাহি রাখে।

মানুষ বড়ই অকৃতজ্ঞ জাতি,
করে তারা উপকারীর ক্ষতি।
শ্রদ্ধা ভালোবাসা হারিয়ে গেছে,
মানুষের মাঝে নাই প্রেম প্রীতি।

উপকারীর অপকার করে যেই জন,
মানব সমাজে সেই বড়ই বেমানান।
আমরা বলি না মানুষ তারে,
সেইতো নরাদম পশুর সমান।

বিপদে যিনি করেন উপকার,
করি আমরা তাকে অপমান।
দিন দিন সমাজে বেড়েই চলছে,
সত্যিকারের মানুষের অসম্মান।

দিনের পরে রাত আসে,
আলোর পরে আসে অন্ধকার।
শোনো হে অকৃতজ্ঞ মানুষ,
কর না উপকারীর অপকার।

যদি নীতি-নৈতিকতা বোধ নাহি থাকে,
আমরা তাকে কি করে মানুষ বলি?
আসুন এই ধরনের অমানুষ পশুদেরকে,
আমরা সবাই ঘৃণা করি এড়িয়ে চলি।

আল্লাহর নেয়ামত ভোগ করি,
আমরা করি না তাহার গুনগান।
চারিদিকে যাহা কিছু দেখি,
সবকিছু মহান স্রষ্টার দান।

কেহ বলে আল্লাহ কেহ ভগবান,
তিনি ও একক সত্তা তিনি মহান।
যে যে নামে ডাকুক না কেন তারে,
তিনি একক সৃষ্টিকর্তা সর্বশক্তিমান।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট