1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

অধীর হয়ে ভাবি, কারিমা খাঁন দুলারী, খুলনা জেলা ১৬/৬/২০২৫

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

অধীর হয়ে ভাবি,
কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা
১৬/৬/২০২৫
আমি তো ভাবনার সাগরে আছি পড়ে বিভোর
হৃদয়ের ক্রন্দনে এ জীবন আঁধারে ঘোড়।
মন মন্দিরে আশা গুলো করে যায় আয়োজন
এ জীবনে সুখের আশার নেই আর প্রয়োজন।
কি হবে সারাটি জীবন শান্তির আশায় প্রত্যাশা
পূর্ণ হয় না যদি মনের কোনোই ভালোবাসার আশা।

তবুও অধীর হয়ে আনমনে ভেবে যাই নির্জনে সারাক্ষণ
জীবনের যুদ্ধ নিয়ে নিশি দিন করে যাই আলিঙ্গন।
নেই এ জীবনের শেষ দিনের কোনো চেনা ঠিকানা
বেঁচে থেকে সয়ে যাই শুধু কষ্টের দহন জ্বালা যন্ত্রনা।
এক রাশ কষ্ট বুকে নিয়ে খুঁজে চলি সেই আনন্দের দিন
সমাধী হয়ে যায় স্পনন্দের এ জীবন যে বড়ই কঠিন।

এ মন যেন যাযাবর হৃদপিন্ডে নেই আগের মত সারা
নেই কোনোই অবকাশ যেন বিবেক হীন পথ হারা।
তবুও মানুষ বেঁচে থাকে দুঃখ কষ্টের নিত্যের ছন্দে
তার মাঝে স্মৃতিরা হাত ছানি দিয়ে ডাকে খুব আনন্দে।
সেই তো জীবনের ক্ষত বিক্ষত বক্ষ নেই নিরাময় নষ্ট
তাই তো বিভীষিকার আগুনে পুড়ে পাইনা আর কষ্ট।

অবিরাম নীরবতায় আনমনে আর্তনাদ বিরাজ করে
তাই মরীচিকা হয়ে পড়ে থাকি ঐ বেদনার বালুচরে।
ঐ সাগরের স্রোতের মত প্রবাহমান বিবেকের ভাবনা
অনন্তকাল গল্প ইতিহাস কাহিনী লিখে ও সুখ মেলে না।
এ হৃদয়ের মনিকোঠায় দুঃখেরা বাঁধে অবিরাম বাসা
শত সাধনার পড়েও খুঁজে পায়না পথ হারা পথিকের দিশা।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট