দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম: “বলা হয়নি কিছু”
কলমে: মোঃ শিবলী নোমান
তারিখ: ১২/০৬/২০২৫
নিরবেই দেখে গেছি
বলা হয়নি কিছু।
এখনো সে স্মৃতি হয়ে
থাকে আমার পিছু।
কত বছর পেরিয়ে গেছে
দেখা হয়নি তাকে।
সে যে আমার মনের মাঝে
এখনো অবিচল থাকে।
তাকে দেখলে ভালোবাসা
বোবা হয়ে যায়।
তাকে কিছু বলতে গেলে
মনটা ভয় পায়।
জমিয়ে রেখেছি কত কথা
পাহাড়সম হবে।
যুগ যুগ পেরিয়ে গেলেও
বলা হয়নি তবে।
এখনো আমার মনের মাঝে
সেই পাখিটি থাকে।
নিয়ম করে সকাল সন্ধ্যা
হৃদয় মাঝে ডাকে।
গভীর রাতে ঘুম ভাঙলে
চোখের সামনে ভাসে।
স্মৃতি হয়ে সে যেন
মনের মাঝে আসে।