দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম:- জৈষ্ঠের খরা
কবি:- এহসান আল ফারুক
রচনা কাল:- ১২-০৬-২০২৫ ইং
অনা বৃষ্টির গগন চিড়িয়া যেন
ঝরিছে অগ্নি তুফান,
বিন্দু বাদলের নাহিকো ছায়া
নাহি কোন বায়ু টান।
তপ্ত মৃতিকা ভেত করি
যেন উদিছে অগ্নিঝাঁঝ,
সারা দিবস ভরি যেন
অগ্নি ভানুর পড়িছে ঝরি তেজ।
জৈষ্ঠের খরদাহে সিক্ত বসন
ঘামাক্ত কায়ে,
সহনও নাহি যায় আজি
চিমসে গরমের উষ্ণ দায়ে।
গরু বাছুর আর ভেড়া ছাগির
দল মাঠে নাহি যায়,
বৃক্ষ মূলে ধুকছে দলে দলে
উষ্ণ গরমের তীব্র তৃষায়।
জৈষ্ঠখরার এমনি প্রখর ধারা
হাঁপিয়ে তুলে পরাণ,
বায়ুস্রোত হীন প্রকৃতি মলিন
দেহে নামে অলসের বান ।
আজি শাখী লতা ফসলের মাঠ হেথা
নিস্তেজ চাতুকির মতো
হেরিয়া গগন প্রাণে মেঘ মালা যাচে
যেন বক্ষভরা কাঙালের ক্ষত।
ঝরিছে জৈষ্ঠের অভ্র চিড়িয়া
প্রভার প্রচন্ড খরা,
প্রবল উষ্ণতায় ধরণী নিস্তেজ
আজি বায়ুস্রোত হারা।