দৈনিক কবিতা প্রকাশ
শিরোনামঃ শিশুদের জীবন
লেখক : আমান উদ্দিন
তারিখ : ১২ ই জুন ২০২৫,
পিতা মাতা শিশুদের প্রথম
শিক্ষার গুরু,
মুখের বুলি বর্ণমালা শেখা
তাদের থেকে শুরু।
শিশুরা দেশ জাতির ভবিষ্যৎ
রাখতে হবে মনে,
বন্ধুসুলভ আচরণ করা চাই
সদা তাদের সনে।
সুশিক্ষা দিয়ে গড়তে পারলে
শিশুদের জীবন,
দেশ জাতি ও সমাজের প্রতি
থাকে তাদের মন।
অনিয়মতান্ত্রিক জীবনধারা
শিশুদের করে বিপথি,
যাহা জীবনরথে চলার পথে
করে শুধু ক্ষতি।
অযত্ন অবহেলায় শিশুদের
হয় মানসিকতা নষ্ট,
আবার অতিরিক্ত আদরে
করে দেয় পথভ্রষ্ট।
সঠিক পরিচর্যায় যদি গড়েন
শিশুদের জীবন,
তারা দেশ সমাজ ও জাতির
হবে অমূল্য রতন।
লন্ডন
যুক্তরাজ্য।