মানবতা হীন নেতা
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
ক্ষমতার জোরে দাপট দেখায়
নেতারা চালায় দেশ,
যেখানে যা পায় লুটেপুটে খায়
জীবন যাচ্ছে বেশ।
দেশ গঠনের নামে নেতা সবে
দোসর জগত গড়ে,
চামচা সকলে খাপ পেতে রয়
নিজের থলেটা ভরে।
শাসক দলের শোষণ নীতির
জনতার সুখ কাঁড়ে,
সময়ের সাথে জীবনের বাঁকে
অকারণে ঝাড়ি মারে।
সুখের জীবন গড়িয়া তুলিতে
মানুষ সকলে লড়ে,
নেতাদের খেতা চামচামি করে
লালসা মুখোশ পড়ে।
আপনা স্বার্থে ক্ষমতার লোভে
কথা চালে লোক মুখে,
বিবেক হারায় মানবতা কাঁদে
লোকের জীবন দুখে।