শিরোনাম ঃ পারভেজ হত্যার বিচার চাই
মোঃ নাজমুল হোসাইন শাওন
*পারভেজ হত্যার বিচার চাই*
*- মোঃ নাজমুল হোসাইন শাওন*
যারা পারভেজকে হত্যা করেছে,
তাদের যেন বাংলার মাটিতে *সর্বোচ্চ শাস্তি* দেওয়া হয়।
যারা একজন মায়ের বুক খালি করেছে,
যারা এক বাবাকে বাধ্য করেছে
তার সন্তানের লাশ কাঁধে তুলে নিতে—
তাদের বিচার হোক প্রকাশ্যে, কঠোরভাবে।
কোনো মা-বাবা এমন দৃশ্য সহ্য করতে পারে না।
সন্তানের লাশের সামনে তারা আর জীবিত থাকে না,
বেঁচে থেকেও ভেতরে ভেঙে পড়ে—
একটি জীবন থেমে যায়,
আর একটি পরিবার চিরতরে নিঃস্ব হয়ে যায়।
*হে আল্লাহ*, পারভেজের মা-বাবা ও আত্মীয়-স্বজনকে
ধৈর্য ধারণের শক্তি দান করুন।
*হে আল্লাহ*, পারভেজকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আর যারা এই ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িত,
তাদের যেন *একটুও ছাড় না দেওয়া হয়*—
এই দুনিয়াতেই যেন তারা ন্যায়বিচারের মুখোমুখি হয়।