1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

কবিতা:- মাতৃহারা কলমে :-মহামায়া রুদ্র তারিখ:-১১-০৬-২০২৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

কবিতা:- মাতৃহারা
কলমে :-মহামায়া রুদ্র
তারিখ:-১১-০৬-২০২৫

আমায় যদি একলা ঘরে
রেখেই যাবি চলে,
তবে কেন ভোলালি আমায়
মিথ্যে কথার ছলে।

তোর নিথর দেহের পাশে
আত্মীয়-স্বজন ভরা,
“মা”-“মা”বলে ডেকেছি কতই
দিস নি’তো “মা” সাড়া।

বারে বারে মাথা রাখি
তোর ওই বুকের পরে।
পাখির ডাকে ফর্সা আকাশ
জীবন নিলো কে ড়ে

আগমনীর সুরের সাথে
” মা ” তোর যে বিসর্জন,
জ্ঞান ফিরতে বুঝেছিলাম
নেই তো কেউ আপনজন।

আজও মন গুমড়ে কাঁদে
নিঃসঙ্গ জীবন
কেউ বলে না আদর করে
সোনা মা”একটু শোন—

পাশ কাটিয়ে সবাই চলে
কেউ রাখে না খোঁজ,
হাজার তারার ভিড়ে আমি
তোরে খুঁজি রোজ।

শব্দের পর শব্দ সাজিয়ে
লিখি “মা” দুখের কথা,
শূন্য ঘরেতে লুকিয়ে কাঁদি,
জুড়াতে বুকের ব্যথা।

একটু সবুর কর মা’গো
ফিরবো যে তোর কোলে,
ঠাঁই দিস মা স্নেহ ভরে
তোর ঐ -চরণ তলে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট