হৃদয়ের ভাষা দিয়ে আমি,,
লিখেছি একটা গান,,,
সে গানের সুরের মূর্ছনা
কেড়ে নিয়েছে এ প্রাণ
হৃদয়ের ভাষা দিয়ে আমি।
লিখেছি একটা গান
সে গানের সুরের মূর্ছনা
কেড়ে নিয়েছে এ প্রাণ,,
হৃদয়ের ভাষা দিয়ে আমি।।
সুরে সুরে ডাকি তারে
স্মৃতি গুলো কাঁদে ঘিরে,,,
মানে না কিছুতে এ মন,,
আঘাত করে এ অন্তরে,,
আগের মতো আনন্দময়
নেই আমার এই জীবন,,
হৃদয়ের ভাষা দিয়ে আমি ,,
লিখেছি একটা গান,,,
সে গানের সুরের মূর্ছনা
কেড়ে নিয়েছে এ প্রাণ,,
হৃদয়ের ভাষা দিয়ে আমি।।
আগে তো ছিলাম সুখে,,
ছিলো না কষ্ট এ বুকে,,,
মাটিতে লুটে ভালোবাসা
কাঁদে আজ ধুঁকে ধুঁকে,,
হৃদয়ের বন্ধন ছিন্ন করে
হয়েছে সে বেঈমান,,,
হৃদয়ের ভাষা দিয়ে আমি
লিখেছি একটা গান,,,
সে গানের সুরের মূর্ছনা,,,
কেড়ে নিয়েছে এ প্রাণ,,
হৃদয়ের ভাষা দিয়ে আমি।।
হৃদয়ের ভাষা,
কারিমা খাঁন দুলারী।