1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

সুখ ভেসে যাক কবি:স্বপন আহাম্মেদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

সুখ ভেসে যাক
কবি:স্বপন আহাম্মেদ

দিগন্তের ওই শেষ সীমানায়
আঁকছি কত আলপনা,
মনের মাঝে করতো বসত
রঙিন স্বপ্ন কল্পনা।

মন-মাধুরি মিশিয়ে দিই
ভালোবাসা ঠিকানা,
নদীর স্রোতে ভাসিয়ে দিই
মনের যত বঞ্চনা।

হারিয়ে আজ খুঁজছি যেন
স্মৃতিমাখা দিনগুলা
শৈশবের ওই মধুর স্মৃতি
মনের মাঝে দেয় ধুলো‌।

হয়নি বলা কভু তারে
মনের যত বাসনা,
যত্ন করে দিয়েছে যে
এই মনেতে যাতনা।

কত দুঃখ মনের মাঝে
ফেটে যায়-রে প্রাণটা,
দিবানিশি করে জ্বালা
যায়রে চলে জান-টা।

ভুলে গেলেও ভালো হতো
কষ্ট নামের মুখটা,
প্রবাল স্রোতের শেওলা হয়ে
ভেসে যাক না সুখটা।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট