1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম ,কাল ঈদ, কবি কারিমা খাঁন দুলারী খুলনা জেলা ফুলতলা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

শিরোনাম ,কাল ঈদ,
কবি কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।

ও বাবা নতুন জামা আনলে নাতো,কাল সকালে ঈদ।
খালি হাতে ফিরতে দেখে, আমার চোখে নেই নিদ।
খোকা আমরা খুব গরীব, পাইনি কোনো কাজ।
পুরণ জামা পড়ে ঈদ গাহে যাও, তাঁতে কিসের লাজ।
বাবা বন্ধু বান্ধব সবাই ঈদে, পড়বে নতুন জামা।
বলে ছিল মার্কেট করে দিবে, আমার বড় মামা।
তাহলে কি আমাদের ঈদ করা হবে না আর গাঁয়ে।
শাড়িটা ও খুব ছেঁড়া,কি পড়বে আমার মায়ে।

ছোট্ট বোনটা মনের কষ্টে,ও বাবা মুখ করেছে ভার।
খোকা আমি অনেক চেষ্টা করেছি, কোথাও পাইনি টাকা ধার।
বছরের একটা আনন্দের দিন,কি শুনালে বাবা তুমি।
আমি হলে ঈদের জন্য,বেচতাম ভিটে বাড়ী জমি।
খোকা তুই কি বলিস,এই সামান্য সম্বল একমাত্র আমার।
বাবা তোমার কথায় যে জ্বলে পুড়ে ছারখার হয় অন্তর।
মানুষ কত খুশিতে আত্মহারা,কাল যাবে ঈদ গাহে।
আর আমাদের সংসারে অশান্তির ঝড় তুফান বহে।

বাবা দাদা দাদি তোমার জন্য, মনে হয় আছে অপেক্ষায়।
কত আশা করে ছিলাম,ঈদ করব সবাই মিলে গায়।
দলে দলে মানুষ জন যাবে, যখন ঈদের নামাজে।
বাবা তুমি পেটের দায়ে, তখন ও থাকবে বুঝি কাজে।
চলো বাবা পুরণ জামা কাপড় পড়ে,আমরা ঈদ গাহে যাই।
আমাদের ঘরে পান্তা মরিচ, সবাই আনন্দ করে খাই।
কখনও বাবা কষ্ট পেও না, আমাদের লাগবে না কিছু।
তোমার আড়ালে হাঁটব লুকিয়ে,দেখবে না কেউ কিছু।

একদিন আমি অনেক বড় হয়ে,করব যখন কাজ।
ঈদের দিন সব কিছু কিনবো,দেখ আমাদের সাজ।
বাবা আমাদের কপালে নেই,গরু ছাগল কোনো কুরবানী।
ওরে খোকা রাস্তায় যারা ভিখারি,জানিস তাদের কাহিনী।
রোদ বৃষ্টিতে ভিজে ওঁরা,পায় না এক মুঠো খেতে।
ইট মাথায় দিয়ে খোকা,ঘুমায় রাস্তায় তারা রাতে।
ওদের থেকে আমরা খোকা, আছি অনেক সুখে।
ঈদের আনন্দ উল্লাস,মাটি চাঁপা দেও খোকা বুকে।
আল্লাহ যেমন রাখে খোকা,সব সময় করবে তুমি শোকর।
দেখবে তুমি কষ্ট পাবে না,খুলে যাবে রহমতের ডোর।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট