1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

পতিতা (গদ্য কবিতা) কলমে শরীফ এলাহী তারিখ ১০-০৬-২৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

পতিতা (গদ্য কবিতা)
কলমে
শরীফ এলাহী
তারিখ ১০-০৬-২৩
আমার নেই কোন মূল্য দিবসের আলোয়।
সন্ধ্যা ঘনিয়ে রাত্রি নামে, যখন চারদিকে অন্ধকারের ঘনঘটা , আমার কদর ক্রমশ বেড়েই চলে হাঁকডাক শুরু হয় আমি হই নিশিত রাতের কারোর হৃদয় রাজ্যের রানী
কারোর আদরের প্রেয়সী।
উত্তপ্ত যৌবনের স্বাদ মিটিয়ে স্বস্থানে করে প্রস্থান।
আমাকে খুবলে খায় গোগ্রাসে
ছিড়ে খায় আমার সর্বাঙ্গো।
যুদ্ধ চলে যৌবনের মাঠে
রক্তাক্ত জরায়ুর প্রতিটি ভাজ
কেউ শোনে না আমার আত্ন চিৎকার।
রাত যত বাড়ে আমার উপর চলে স্ট্রিম রুলার
বিনিময়ে দিয়ে যায় উগ্রভালোবাসা।
কত পুরুষ আমার শরীরকে খাবলে খায়
বিনিময়ে দিয়ে যায় অর্থ
নিয়ে যায় বেসরমী আনন্দ।
আমার সুখের শেষ নেই
প্রতিটি রাতে পাই নতুন রাজা
নতুন রাজ্য আলোর ঝলকানী
শুধু নেই মন্ত্রী দাসদাসী পেয়াক পেয়াদা
কারণ আমি যৌবন রাজ্যের রাণী।
দিবসের আগমন ঘটলে
আমি হয়ে যায় সর্ব শান্ত
আমি ঘৃণিত এক পতিতা নারী
দিবসে যাঁরা ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়
তাদের মধ্যে কেউ আমাকে
বানায় রাতের আধারের রাণী
কারণ আমি এক পতিতা।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট