কবিতা –ক্ষণস্থায়ী সুখ
কলম— চন্দন বৈদ্য
তারিখ—০৪/০৬/২৫
মনের মাঝে দুঃখ সদা
করে শুধু যে পাপ,
অসৎ পথে চলে শুধু
পাবে অনেক যে শাপ।
ক্ষণস্থায়ী সুখে সুখী
জানে ভালো মন্দ,
তবুও শুধু করে যায় যে
মনে রাখে দ্বন্দ্ব।
ঈশ্বর সৃষ্ট লোক যে তুমি
ভালো কর্মে রুচি,
খারাপ কর্ম করে কেন
হবে যে অশুচি।
জগত জানে ভালো কর্মে
সংসার সুখে ভরে,
অসৎকর্মের জ্বালাশয়ে
যাবে দুঃখের ঘরে।
এই পৃথিবীর ভালো কর্মে
সদা রাখো মতি,
সুখ শান্তিতে ভরে তুমি
হবে ভালো গতি।