এসো জাগ্রত জোয়ারে,
কবি:কারিমা খাঁন দুলারী
খুলনা বিভাগ।
আমরা ফিরে আসতে পারি
সুন্দর একটি জীবনে।
এই মরীচিকার জাল ছিঁড়ে
যন্ত্রণার এই প্রহর না গুণে।
চাই এ জীবনে আসুক নতুন
মুক্তির শীতল হাওয়া।
সে জীবনে প্রতিমুহূর্ত যাবে
সুখ শান্তি আনন্দ পাওয়া।
কি হবে এই ক্ষণিকের পৃথিবীতে
বিদ্বেষ হিংসা অহংকার।
জীবন অবলীলায় ডুবে আছে
হতে পারবে কি তুমি পার।
আছি ভ্রান্তির মায়াজালে
এ জগতে সব ডুবে বিভোর
কি করে গতিপথ পাবে
তাঁর নষ্ট যে বিবেক অন্তর।
এ জীবন কষ্ঠের বীণা বাজিয়ে
যায় অবিরাম স্রোতে ভেসে।
এসো জাগ্রত জোয়ারে ফিরে
নতুন করে জ্যামিতি কষে।
এই উদাসীন মনের পাটাতনে
এসো নতুন নোংঙর ফেলি।
চিন্তা ধারা সুন্দর করে সবে
সৎ পথে অবিরাম চলি