শিরোনাম,গাছ পোকা,
কবি ইমরুল কায়েস লালটু,
খুলনা জেলা ফুলতলা।
আমি ভালোবেসে গাছে উঠে
পারি কাঁঠাল লিচু আম।
ভিষন তীব্র গরমে দেখি
ঝড়ে পড়ে গাঁয়ের ঘাম।
সুন্দর গাছে ভরা ফুল ফল
আনারস কমলা জামরুল।
গাছে উঠে ফল পারি
আমি ফুলতলার ইমরুল।
আমি নিজের কাজ নিজে করি
নেই তাঁতে কোনো লাজ,
জীবন কে বলি সুন্দর করে
ফল ফুলের মত সাজ।
গাছে উঠে পা সরে যায়
আমি ডাল ধরে পরি ঝুঁলে।
নিচে নামার সঙ্গে দেখি
ঘিরে ধরে আমায় সকলে।
শক্তি আছে গায়ে খুব
আমি খাই শুধু ফল।
কেউ হারাতে পারে না
গাঁয়ে আছে অনেক বল।
পাকা আমের রসে মুখ
করে খুব মিষ্টি।
উপর আল্লাহর মহিমা
কি অপরূপ এই সৃষ্টি।