ফুলের সুখ দুঃখ
কবি শরীফ এলাহী
আমি ঝরা ফুল
কি নিদারুণভাবে ফুটেছিলাম গাছে
শুভাসিত করেছিলাম চারদিক
ফুটেছি দীর্ঘ সময় অতিবাহিত হলো।
সকালের সুর্য উঠার আগেই
বোটা ছেড়ে মাটিতে লুটিয়ে পরি
আমার সদল থেকে
আমি ঝরা ফুল ।
মাটিতে পরা কিছু স্বজাতিকে
কুড়িয়ে নিয়ে যায়
মালি পুজো দিতে।
বাকী ঝরাফুলের দলে আমি
কিছু পথিক পিষে দেয় আমাদের বক্ষযুগল।
আমি ঝরা ফুল কিছু ফুলের মালা হয়ে
পুজোর থালায় বসি আদর সমাদরে ঘাটতি নেই।
কতকিছু প্রত্যাক্ষ করি।
বিয়ের আসরে বাহারি রঙ্গের
রঙ্গীন ফুল দিয়ে
বাসর সজ্জিত করে।
সেই রাতের অকৃত্রিম ভালোবাসার
জলন্ত সাক্ষী আমি এই নগন্য ঝরা ফুল।
প্রেম প্রস্তাব এটা দেখতে দেখতে
বোর হয়ে গেছি আমি
কত প্রেমিক প্রেমিকার চুম্বন খেয়েছি।
জীবনে একটি উপলব্ধি কাজ করছে
সকল প্রেমিক প্রেমিকারা তাদের
প্রিয়জনকে চুম্বন করা আগে
আমাকেই করে আদর তখন
আমি নিজেকে নিয়ে গর্ব করি
আমি রোমাঞ্চকর হয়ে উঠি।
আর কিছু প্রেমিক যুগলের
প্রেম প্রত্যাক্ষাণে আমাকে পিষে মারে
পরে থাকি ডাস্টবিন কিংবা রাস্তার ধারে।
কখনো কখনো আদর করে
ফুলদানিতে সাজিয়ে রাখে
ফুল প্রিয়াসী মানুষগুলো।
তখন আমার মনে কোন দুংখ কাজ করে না।
সুখ দুঃখ নিয়ে জীবন।
এটাকে মেনে নিয়েই সুগন্ধ ছড়াতে হবে আমাদেরকে।