1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

অদৃশ্য বন্ধন / কবি:সৈয়দ জাহিদ সরোয়ার গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

অদৃশ্য বন্ধন /
কবি:সৈয়দ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা

ভালোবাসা কি শুধু শব্দের খেলায় ধরা দেয়?
না, ভালোবাসা তো অনুভবের নাম—
একটা স্পর্শহীন আশ্রয়,
যেখানে হৃদয় নিজের মতো করে বাঁচে।
তুমি কথা বললেই,
সমস্ত পৃথিবী রঙিন হয়ে যায়,
সমস্ত শব্দ মধুর সঙ্গীতে রূপ নেয়,
শীতের সকাল হয়ে ওঠে উষ্ণ,
আর বৃষ্টি নেমে আসে এক কোমল ছোঁয়ায়।
তোমার কণ্ঠের একটুখানি সুর,
আমার সমস্ত একাকিত্ব ভাসিয়ে নিয়ে যায়।
তোমার প্রতিটি শব্দের গভীরে লুকিয়ে থাকে—
অবিরাম প্রশান্তি, এক চিরস্থায়ী বসন্ত।
ভালোবাসা তো চাওয়া-পাওয়ার হিসেব নয়,
এ এক অদৃশ্য বন্ধন,
যেখানে স্পর্শ ছাড়াই অনুভূতি কথা বলে,
যেখানে দূরত্ব থাকলেও মন থাকে পাশাপাশি।
তুমি যখন কথা বলো,
তখন আমার সমস্ত পৃথিবী তোমার শব্দে গাঁথা হয়,
তুমি যখন চুপ থাকো,
তখনও আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাই।
তুমি আছো আমার প্রতিটি ভাবনায়,
তোমার বলা প্রতিটি বাক্যে লুকিয়ে আছে
আমার চিরকালীন বসবাস…!

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট