শিরোনাম ঃ কাউকে সহযোগিতা করলে
গোপনে করুন ।
মোঃ নাজমুল হোসাইন শাওন
একটা মানুষ বিপদে পড়েছে । তাকে আমি সাহায্য করছি । আবার সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছি । যদি মানুষকে সাহায্য করতে হয় । তাহলে সেটা কেন সোশ্যাল মিডিয়াতে দিতে হবে । তারা তো আপনার কাছে ভিক্ষা চাচ্ছে না । তাহলে নিজে সাহায্য করে কেন এসব গরিব মানুষদের কে অপমান করছেন । সাহায্য এমনভাবে করুন যেন আল্লাহ আর যিনি দিবেন আর যাকে সাহায্য করবেন সে ছাড়া যেন কেউ জানতে না পারে । এটাই হলো সাহায্যের নিয়ম , সবাই কে অনুরোধ করবো যদি সাহায্য করতে হয় তাহলে আপনারা দুজন আর আল্লাহ ছাড়া কেউ জানবে না এমন সাহায্য করুন । এভাবে দান করলে যাকে সাহায্য করবেন । সেও খুশি হবে আমার আল্লাহ খুশি হবে । আর ভাইরাল হওয়ার জন্য যদি সাহায্য করেন । তাহলে সে সাহায্য কোন কাজে আসবে না ।