কবিতা –সাম্যের সাঁকো
কলমে– চন্দন বৈদ্য
তারিখ-০৫/০৬/২৫
কোরবানি হোক আনন্দ ভরে
সাম্যের সাঁকো গড়ে,
বিভেদ ভুলে যে শান্তি বাণীতে
মানবতার গান ধরে।
পৃথিবীর বুক জুড়ে কাঁদে দেখো
অভুক্ত শত প্রাণ,
বিধাতার খুশি দেখো যদি করো
তাঁদের ও কিছু দান।
মনের পশুর দিতে পারো বলি
প্রভুর নামের তরে,
মনের অতলে চলে যাবে কালো
দুঃখ চলে যাবে সরে।
সাম্যের গানে ছিড়ে যাবে সব
বিভেদের কাঁটাতার,
ঐক্য মিলনের সুমধুর গানে
দূর হবে সব ভার।
দীনে সেবা করে কৃতার্থ হই
প্রভুর দাস আমি,
হে অন্তর্যামী, কবুল করুন
তবে পদ তাই চুমি।