শিরোনাম: ঈদের খুশি
কবি: একরামুল হক দীপু
০২.০৬.২৫
আকাশ পানে ঈদের চাঁদ
উঠে আস্তে আস্তে ,
কারো কাছে বাঁকা এই চাঁদ
যেন লোহার কাস্তে।
ঈদের খুশি ঘরে ঘরে
ছড়িয়ে পড়বে কবে?
ধনী গরীব ভীষণ তফাত
আর কতকাল রবে ?
কেউবা কিনে লক্ষ টাকায়
বিশাল বড় পশু ,
এই সমাজেই অনাহারে
ধুঁকছে অনেক শিশু।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
যেথায় আনন্দ ভরপুর ,
সবাই মিলে করব লড়াই
বৈষম্য হোক দুর।