শিরোনাম :শ্রাবণ ধারা (গীতি কবিতা )
কলমে : কাজী শিবলী সাদীক
তারিখ : ২/৬/২০২৫
শ্রাবণ….. ধারা বইছে ধরায়,…
খেলার… সাথী কই রে তোরা।
তোদের সাথে মত্ত হতে,….
পরান আমার.. আকুলায়…। (২)
নীল গগনের ললাটখানা,….
টিপ পরেছে,….কালো রঙের দেয়াতে,।
পল্লী বধু জল ভরিতে… ছল করিছে।
প্রেম… যমুনাতে।
শ্রাবণ ধারায় ভিজবো আমি,
মন যমুনার পারেতে।
মনে আমার ঝড় উঠেছে,
প্রেমের শ্রাবন ধারাতে। (২)
শ্রাবণ… ধারা বইছে আজি,
মন যমুনার পারেতে। (২)
শ্রাবণ পবনে ভেসেছে আজি,..
কালো মেঘের ভেলা..।
তাই দেখিয়া মন মেতেছে,…(২)
খেলতে প্রেমের খেলা।
শ্রাবণ… ধারায় বইছে আজি,
মন যমুনার পারেতে…..।