কৈশোরের মুগ্ধতা
কবি:সৈয়দ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা
11/8/2020
একদিন দেখেছিলাম তোমায়,
বাতাসের চঞ্চলতাও থেমে গিয়েছিল সেদিন।
তোমার মলিন চোখের এক চিলতে হাসি,
আমার পৃথিবীকে করেছিল রঙিন।
জানি না কেন, কীভাবে—
তোমার পথের ধারে দাঁড়িয়ে,
হৃদয়ের ভেতর ঝড় উঠেছিল।
কী যেন খুঁজেছিলাম,
তোমার সেই মায়াভরা চোখে।
চাইলাম বলি, “তোমায় ভালোবাসি,”
কিন্তু সেই অবুঝ ভয়…
যদি তুমি ঘুরে না তাকাও ?
যদি বলো, “আমাকে ভুলে যাও”?
এমন এক ভয়, যা আমাকে জড়িয়ে রেখেছিল—
নির্বাক, নীরব, অসহায়।
তোমার প্রতিদিনের উপস্থিতি,
আমার প্রতিটি স্বপ্নের শুরু।
তোমার হাসির গোপন সুর,
আমার দিন শেষে শান্তির ভোর।
তবু আমি বলিনি কিছুই,
আমার চুপ থাকা ছিল তোমার প্রতি ভালোবাসারই এক ভাষা।
আজ, তিন যুগেরও বেশি সময় পেরিয়েছে,
আমার মন, সময়ের গভীর অরণ্যে ঘুরে বেড়ায়।
তবুও তোমার স্মৃতি,
তোমার সেই প্রথম দেখা দিনের আলো,
আমার হৃদয়ের নিভৃত কোনায় রয়ে গেছে।
কখনও কখনও চাঁদের আলোয়,
তোমার মুখ ভেসে ওঠে মনের পর্দায়।
তুমি কি জানো?
আজও আমি সেই একটুকরো সাহস খুঁজে ফিরি,
যা দিয়ে বলতে পারতাম—
“তোমার জন্যই বেঁচে আছি।”
হয়তো আর কোনোদিন হবে না দেখা,
তুমি হয়তো ভুলে গেছো কৈশোরের সেই দিন।
কিন্তু আমি?
আমার প্রতিটি শ্বাসে তোমারই নাম লেখা,
আমার প্রতিটি দুঃখে তোমারই ছায়া।
তুমি আমার কাছে ছিলে—
একটি অমলিন কবিতা,
যার প্রতিটি শব্দে জড়ানো আমার সব না বলা ভালোবাসা।