শিরোনামঃ কালো মেঘে
কবি ঃ রনী খাতুন
তারিখঃ ২৮/০৫/২০২৫
ঐ দ্যাখো চেয়ে
কালো মেঘে ছেয়ে
আছে ধরাতল।
ঝিরিঝিরি বায়ে
মৃদু শিখা গায়ে
নামে বারি ঢল।
কিছুক্ষণ পরে
সোনা রোদ ঝরে
উঠোনের পর,
পাখিদের ডাকে
হৈচৈ শাখে
চিরচেনা ঘর।
মাঠ ভরা ধানে
মৌ মৌ ঘ্রাণে
ভরে উঠে প্রাণ,
বোশেখের তাপে
গৃহবধূ হাঁফে
সুমধুর তান।
ডাক দেয় গরু
চারদিকে মরু
তৃষ্ণাতে জল,
রাখালের বাঁশি
মন কাড়া হাসি
এনে দেয় বল।