সমসাময়িক
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
সময়ের তালে জুটে নানা রূপে গুণে
মনে পোষা অনুরাগে সুরে বাজে বীণ
ভালোবাসা কথা বলে আপনা অধীন
জমানো কথা বলতে সৃষ্টি জীব শুনে।
মৌসুমি ফসল আশে চাষি বীজ বুনে
চাষ বাসে ন্যাস্ত চাষি আপনা স্বাধীন
চাষি বেশ দেখে রাখে ফসলি জমিন
কৃষাণ কৃষাণী মিলে দেহ রাঙা খুনে।
গৌরব দীপ্ত রূপকে সামাজিক জীব,
কালের স্রোতে ভেসে বেড় হয় জিভ।
আপনা গতিতে চলে সফলতা লাভ,
ধীরস্থির ভাবে নীতি বহে যাবে সঙ্গে;
চোখ মেলিয়া দেখিবে সময়ের খাঁব,
সর্বদা ধাবমান তো রূপ শোভা রঙে।