শিরোনাম ঃ ছোট মা
মোঃ নাজমুল হোসাইন শাওন
মোঃ নাজমুল হোসাইন শাওন
কতদিন হলো ছোট মার সাথে হয়না কথা হয় না আর হাসিমাখা গল্প ,
ছোট মার মুখ থেকে আর শোনা হয় না বাবা ডাকটি,
যখন মায়ের কাছ থেকে
শুনতে পাইলাম ছোট মায়ের মৃত্যুর সংবাদ , তখন মনে হইল আসমানটা ভেঙ্গে পড়িল মাথার উপর
তখন হৃদয়টা ভাঙ্গা আয়নার মতো টুকরো টুকরো হয়ে গেল ।
যখন মাকে চিরদিনের জন্য
বাড়ি থেকে নিয়ে যাচ্ছে
মার আপন ঘরে
তখন ছোট্ট মার লাশের খাটিয়ার দিকে তাকিয়ে রইলাম অশ্রুসিদ্ধ নয়নে ,
মা তুমি ভালো থেকো অচেনা শহরে
তারা হয়ে সবসময়ই থেকো আমার হৃদয়ের মধ্যখানে