শিরোনামঃ চোরের ঘাটে
কলমে ঃ রনী খাতুন
তারিখঃ ২৭/০৫/২০২৫
স্বাধীন দেশে এখন মানুষ
বিপদ হওয়ার ভয়ে,
সত্যটাকে রাখছে ঢেকে
নিজের স্বার্থ জয়ে।
পাখির মতো মারছে মানুষ
বাড়ি, মাঠে, ঘাটে
দেখছে মানুষ বুঝছে সবই
রম্য রসের হাটে।
ভাতের থালা নিচ্ছে কেড়ে
বিবেকহীনা ন্যাড়া,
বিচারপতির আসন লুটে
জজ হয়েছে ছ্যাড়া।
সাধুর বেশে করছে চুরি
লক্ষ কোটি টাকা,
ওরাই নাকি পীর বাবাজি
তুলছে আওয়াজ ফাঁকা।
চোরের নায়ে চোর ডুবেছে
ডাকাত দলের বেলা,
আসবে ফিরে সেই যখনই
জমবে মজার খেলা।
শিয়াল মামা কুকুর ছানা
ছাগল ভেড়ার দেশে,
সভা লোকের ন্যায্য দাবি
লুটছে সুখে হেসে।
আর কটা দিন সবুর করো
পড়বে প্রবল ঝড়ে,
অতি বাড়ে পিপিলিকা
মরে যাওয়ার তরে।