কবিতা -জীবন নাটের খেলা
কলমে -চন্দন বৈদ্য
তারিখ-২৬/০৫/২৫
জীবনটা যেন জলতরঙ্গে আঁকা
দেখি খুশির ছবি,
নানা রকম ব্যথার কথা
লিখে হবো কবি।
দূখীর কথা শুনে মনে
লাগে বড়ো ব্যথা,
হৃদয় নিংড়ে বেড়িয়ে আসে
করুন হৃদয় গাঁথা।
খেলতে এলাম আমরা ধরায়
দুদিনের এই ভবে,
অমর হয়ে কেউ রবেনা
ছেড়ে যেতে হবে।
দূখীর জন্য কাঁদে যেজন
সুন্দর এই ভবে,
আসল মানুষ সেই জন হবে
নামের গুনে রবে।
হাসবে মানুষ মনের নন্দে
সুখে দুঃখের খেলায়,
এমনি করে কেটে যাবে
জীবন নাটের বেলা।