জাতীয় কবি নজরুল
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
অগ্নিবীণার ঝংকার তুলে
গুবাকতরুর সারির ফুলে
বিষের বাঁশি বাজায়,
ফণী মনসার নজর কাঁড়ে
শটি বনের ঝোপের ঝাড়ে
শব্দের মালা সাজায়।
সাম্য মৈত্রের প্রেমিক কবি
প্রীতির বাঁধন জীবন ছবি
সবার প্রিয় নজরুল,
লৌহ কপাট ভাঙার ডাকে
মুক্তির সোপান কাব্য বাঁকে
গানের পাখি বুলবুল।
কিশোরকালে সৈনিক বেশে
হাবিলদার হয় ফিরে দেশে
সৈনিক জীবন নিয়ে,
বৃটিশ রাজের তখত নাড়ে
বাজিয়ে রণ ডঙ্কার আড়ে
বিদ্রোহের সুর দিয়ে।