শিরোনাম:মায়ের দাবি
কলমে:মোহাম্মাদ নাঈম কাকন
তারিখ:২৬/০৫/২৫ সন
আমার মৃত্যু হলে বন্ধু তোরা
ওরে গোপনে আমায় কবর দে,
কসম তোদের,সে খবর ভুলেও
আমার দুঃখিনী মা’না জানে রে।
সে খবর জানলে আমার মা জননী
লাশের সামনে ভাসাবে চোখের জল
কেঁদে কেঁদে দু-চোখ অন্ধ করে
বলবে,আমার দুধের কসম!
খোকারে তুই একবার কথা বল…
মা’যে আমার নামাজ রোজা
আমার পরোকালের জান্নাত,
মায়ের জন্য রইলো আমার
মহান খোদার পানে মোনাজাত।
মা’যে আমার চোখের মণি
পবিত্র কাবা ঘরের মাটি,
মায়ের চরণ দিলাম আমি
আমার জায়নামাজের পাটি।
মা আমায় দেখলে এক নজর
তোরা পারবিনা দিতে কবর।
আমায় গোসল কাফন পড়িয়ে তোরা
খাটলা নিয়ে জোড়সে কদম চল…
মা,যে আমার আরশ কুর্শী
আমার ভাগ্যগড়া লাহমাফুজ,
সেই মা’যে ডাকলে আমায়
কেমনে থাকি আমি অবুঝ।
মা,যে আমার ষোলো আনা
খোদার জান্নাত যাবার চাবি,
খোদার আরশ কেঁপে উঠবে
আমি রাখলে না তার দাবি।
মা আমায় দেখলে এক নজর
তোরা পারবিনা দিতে কবর।
আমায় গোসল কাফন পড়িয়ে তোরা
খাটলা নিয়ে জোড়সে কদম চল…