“বিদায়, তবু আমি অটল”
কবি:টি আর রাব্বানী
যে পথ ধরে এসেছিলে, সে পথেই গেলে ফিরে,
আমি আজো দাঁড়িয়ে আছি, অহংকারে ঘিরে।
ভেবেছিলে হারিয়ে যাবো, ভেঙে পড়বে মন?
আমি তো বিজয়ী সৈনিক, স্বপ্ন আমার ধন।
তোমার ছোঁয়া, তোমার হাসি, ছিলো কেবল ধোঁকা,
আজ আমি আগুন হয়ে, পোড়াবো সব শোকে।
বাতাসে ভাসে স্মৃতিগুলো, তবু নেই ব্যথা,
যে চলে যায়, সে ফিরবে না, এটাই জীবনের কথা!