দৈনিক কবিতা প্রকাশ
কবিতা:স্মরণে কবি নজরুল
কবি:আব্দুল কাদের
বাংলা কাব্যাকাশে উজ্জ্বল
এক মহা বীর কবি
তাঁর কথা বলতে গেলে
চোখ খুঁজে তাঁর ছবি ।
তিনি হলেন মোদের পরিচিত
বিদ্রোহী কবি নজরুল ।
গানে গজলে কবিতায়
চিরচেনা নজরুল ।
কবি হিসেবে যশ- খ্যাতি
আছে দুনিয়া ব্যাপি
আমরা সবে বাংলাদেশি
তাঁরে ভালো মাপি ।
বৃটিশ বিরোধী মনোভাব
তাঁর সাহিত্য জুড়ে
মিথ্যার কাছে নত হীন তাই
সারা বাংলা জুড়ে।
গরিব দঃখির জীবন নিয়ে
লেখেন মৃত্যুক্ষুধা
গল্পের ছাপে ছবি আঁকে
রাজবন্দীদের ক্ষিধা ।
অন্যায় আর অবিচার মূলে
করে কুঠারাঘাত।
বাংলা সাহিত্যে তাই তিনি
বিদ্রোহীর এক জাত ।
চুরলিয়ার এই কবির মৃত্যুতে
আমরা শোকাহত
তাঁর শেষ আত্মার মাগফিরাতে
বুকটা করি ক্ষত।