দৈনিক কবিতা প্রকাশ
কবিতা-
প্রশান্তি
শ্রী স্বপন কুমার দাস
বর্ষা বাদল ঝম ঝমাঝম
ক্ষণিক স্বস্তির শ্বাস,
আকাশ নেই গরমা গরম
তৃপ্তির বহে বাতাস।
তাপ প্রবাহ হয়েছে নিস্তেজ
ভানুর ভ্রুকুটি জব্দে,
বৃষ্টি রানীর ধারাপাত তেজ
ঝম ঝমাঝম শব্দে।
একটু শীতল স্নেহের পরশ
দেহ মনের প্রশান্তি,
জৈষ্ঠের তাপ প্রবাহ নিরাশ
বর্ষাতে নাশ অশান্তি।