দৈনিক কবিতা প্রকাশ
শিরোনাম : খুশি
কলমে : তপন চক্রবর্তী
তারিখ : ২২/০৫/২০২৫
কলম স্বত্ত্ব সংরক্ষিত
নামটি তাহার খুশি।
সবার সেরা সুন্দরী
ঠিক যেন সে উর্বশী!
আঁখি তাহার নীল সাগরের ঢেউ ,
এমন আঁখি দেখেছো কভু কেউ?
খুশির মুখে ঝরে দিন-রাত্তির
চাঁদের মুধুর হাসি!
তাহার কালো চুলে ,
হাওয়ার পরশ লেগে
মেঘবালিকা দুলে!
তার কণ্ঠ শুনে কোকিল মানে হার ;
দেখলে তারে পালিয়ে যায় আঁধার
ঘন ঘোর অমানিশার বেলা
ওই খুশির উজ্জ্বলে!
সময়: সন্ধ্যা ৭ :৫ বৃহস্পতিবার
৭ ই জৈষ্ঠ্য ১৪৩২ বঙ্গাব্দ