শিরোনামঃ শিক্ষা গুরু
কবি: রনী খাতুন
তারিখঃ২৪/০৫/২০২৫
শিক্ষা গুরু শিক্ষা দেবেন
এটাই সরল নীতি,
তবে কেন অনুরাগীর
মনে এত ভীতি?
এখন সকল বিদ্যালয়েই
উন্নয়নের ঋতু,
গুরুজনের খামখেয়ালী
করছে সবই থিতু।
ঘরে বসে বীরের বেশে
দারুণ পড়ান কিছু ,
বিদ্যালয়ে তাদের হাতেই
যাচ্ছে চ্যালা পিছু।
শ্রেণিকক্ষে মন বসে না
আছেন কতক গুরু,
লক্ষ টাকায় মাসিক বেতন
করেন তারা শুরু।
কতক আবার গল্প বানে
ডুবে থাকেন যশে,
প্রিয় হয়ে উঠেন কতক
মিষ্টি কথার রসে।
কেহ কেহ ভালোবেসে
জ্ঞানের প্রদীপ জ্বেলে,
আপন শিশুর মত,করেই
শিষ্য ধরেন মেলে।
তাঁরাাই হলেন সত্য গুরু
এই পৃথিবীর পরে,
শ্রদ্ধার আসন থাকে তাঁদের
প্রতিজনের ঘরে।