কবিতা -মধুমাসে আনন্দ
কলমে -চন্দন বৈদ্য
জ্যৈষ্ঠ মাসের মিষ্টি ফলে
মন করে আনচান,
কৃষক ফলায় আম জাম লিচু
হরেক রকম ধান।
কাঁঠাল আনারস তরমুজ ফলে
রসে যে ভরপুর,
আখের রসে মিষ্টি মধুর
হরেক রকম গুর।
মিষ্টি ফুলের সুবাস ভরা
মৌমাছি গুনগুন।
বাংলা মায়ের মধুর তানে
বাজে মিষ্টি ধুন ।
ফলের চাষে কৃষক নন্দে
করে বাজিমাত।
লাভের পরে লাভ হয়ে
নন্দে পত্নী সাথ।
মধু মাসে বঙ্গালয়ে
ইলিশ মাছের ঝোল,
গীতগোবিন্দ গান ধরে
হরি হরি বোল।
স্বরবৃত্ত ছন্দ (৪+৪/৪+১)