শিরোনাম : অকৃতজ্ঞ
কলমে : মহামায়া রুদ্র।
তারিখ:-২4-০৫-২০২৫
আদালত চত্বরে অনাথ ছেলে
কাঁপছিল সে ভীষণ জ্বরে,
সকলের নিষেধ উপেক্ষা করে
নিয়ে এলাম নিজের ঘরে।
উঠলো বেড়ে সেও আমার কোলে
থাকতো সদা আমায় ঘিরে,
“মা ” ডাকতো যখন মিষ্টি সুরে
নিমিষে যেত মনটা ভরে।
পড়াশুনোর পাঠ সাঙ্গ হতেই
চাকুরী পেল মেধার জোরে,
ছেলের খুশিতে আমিও শামিল
আনন্দে বুক উঠলো ভরে।
বিষয়, আসয় বুঝিয়ে দিলাম
কাটছিলো দিন নিত্য সুখে,
ছেলের এবার বিয়ে দেবো
আনন্দে তাই বুকটা ভরে।
হঠাৎ করে আনলো ঘরে
পছন্দের রানী।
জানালো না মোরে নিজ মুখে।
স্বপন যা ছিলো হারালো সবই
মুখটি বুজে নিলেম মেনে,
মন বলে স্বার্থের এ দুনিয়ায়
সবাই সবার স্বপ্ন কেনে।
প্রতিনিয়ত কটু কথার বাণে
হচ্ছে আজিকে জীবন ক্ষয়,
রুদ্ধ দ্বারে আজ মনকে বোঝাই
পর কি কভু আপন হয়।
শেষের দিনেও আঘাত সয়ে
আশীষে চাইবো তোর জয়,
কু-পুত্র যদিও হয় বা কখনো
কু- মাতা যেন কভু তো নয়।